লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে নগদ ৮০ হাজার ২০ টাকা, ৫টি পাসপোর্ট, ১৮টি পাসপোর্ট ডেলিভারি রিপোর্ট ও ৮টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে র্যাব-১১ এর ক্রাইম প্রিভেশন কোম্পানি-৩ নোয়াখালীর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় তাদেরকে আটক করে নোয়াখালী র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন- শাকিল আল মাহমুদ, তপু হোসেন, মোঃ শাহিন, মোঃ কামাল, জাকির হোসেন, ইকবাল হোসেন, ফজলুল করিম, মোঃ হোসেন, জাহিদ ইসলাম, বেলায়েত হোসেন, নোমান সিদ্দিক ও মোরশেদুল আলম।
র্যাব সূত্র জানায়, আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা জনসাধারণকে পাসপোর্ট বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের আশপাশ এলাকায় সিন্ডিকেট করে এ কাজ করছে তারা। তাদের সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট করতে গেলে জনসাধারণকে বিভিন্ন ধরণের বাঁধার সম্মুখীন হতে হয়। এতে লক্ষ্মীপুর পাসপোর্ট এলাকায় দালাল চক্র বিরোধী অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করে র্যাব।
র্যাব-১১ এর নোয়াখালীর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.