হারুনুর রশিদ : লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
মনোনয়ন জমা দেওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন, লক্ষ্মীপুর-২ একটি অবহেলিত আসন। জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন এ এলাকার মানুষের সেবা করার জন্য।
তিনি বলেন, আগে এমপির কাছে মানুষ আসতো। আমি নির্বাচিত হলে আমার কাছে আসা লাগবে না, আমিই জনগণের কাছে যাবো। আমি এ নীতিতে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে অল্পদিনের মধ্যেই লক্ষ্মীপুর-২ আসনের জনগণের যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে পারবো বলে আমার বিশ্বাস। তৃণমূলের কর্মী আমি। একটি দৃষ্টিনন্দন আসন জনগণকে উপহার দিবো।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুরাইয়া জাহান এর কাছে মনোনয়নপত্র দাখিলের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবির পাটোয়ারী, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ মাস্টার হাওলাদার, সাবেক ছাত্রলীগ সভাপতি চৌধুরী সোহেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।