মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি: ৬শ ১০কোটি টাকা লোকসান মাথায় নিয়ে আবারও জিল বাংলা সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছ।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিলের ২০২৩-২০২৪ অর্থ বছরের আখ মৌসমের চিনি উৎপাদনের জন্য শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকালে জিল বাংলা সুগার মিলস কর্তৃপক্ষ এ উপলক্ষে জিল বাংলা সুগার মিল কেইন কেরিয়ার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
জিল সুগার মিলস এর এফসিএমএ ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ প্রিন্স, জিল বাংলা সুগার মিলস ওয়াকার্স ইউনিয়ের সাধারণ সম্পাদক রায়হান, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিল্পব কুমার বিশ্বাস , ওসি ডিবি ইনচার্জ সোহেল রানাসহ আরও অনেকে।
জিল বাংলা সুগার মিলের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৫শ মেট্রিকটন, যেখানে চিনি উৎপাদন লক্ষমাত্রা রয়েছে ৪ হাজার মেট্রিনটন।
জিল বাংলা সুগার মিলস এর প্রবীণ আখচাষী মোঃ দলিলুর রহমান মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন।
৬৩ দিন আখ মাড়াই কার্যক্রম চলবে বলে জানায় জিল বাংলা সুগার মিলস কর্তৃপক্ষ।