শিক্ষা মন্ত্রণালয় বলছে ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়বে’এমন মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ।
শুক্রবার (১২ মার্চ) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়বে এমন মন্তব্য করেননি। এ সময় অনেক মিডিয়া উপস্থিত ছিলেন।
গণমাধ্যমগুলোকে ফুটেজ দেখে, ভালোভাবে শুনে নিউজ করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পরিস্থিতির বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গণমাধ্যমের সঙ্গে আপলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানান, দেশে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটি পরিবর্তন হতে পারে। বর্তমান করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রীর এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিকালে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.