শেরপুর জেলার নকলা উপজেলা ৯নং ওয়ার্ড কলাপাড়া, চেরু বাজারে বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান স্মৃতি সংসদে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করেন হারুনের সৎ মা হামিদা বেগম (৬০)।
হামিদা বেগমের পক্ষ থেকে লিখিত পাঠ করেন, তার ছোট ছেলে মোঃ হিরা মানিক। এসময় তিনি সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে মোঃ হিরা মানিক বলেন, হামিদা বেগমের সৎ ছেলে তার ভাই তথ্যধারা পত্রিকা নকলা উপজলো প্রতিনিধিনি ও নকলা প্রেসক্লাবের (একাংশের) সভাপতি হারুনুর রশিদ(৫০) ও তার ছেলা মামুনুর রশিদ (২৫) সহ তার পরিবারের সদস্যরা ১০ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ১২ টায় হামিদা বেগমের ছোট ছেলের জায়গায় ঘর উঠাতে গেলে হামিদা বেগম বাধা দেয়। এরপর হারুনুর রশিদ ও অন্যনানরা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা হামিদাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় এক প্রর্যায়ে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রচেষ্টা করা হয়। পরে হামিদা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে। নকলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাবার সময় হারুনুর রশিদ বাধা দেয়। পরে ৯৯৯ নাম্বারে কল দেয়ায় বৃদ্ধা হামিদাকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
এ ঘটনায় হামিদা বেগম ও তার ছোট ছেলে মোঃ হিরা মানিক নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলন এমনটাই বক্তব্য রাখেন। এবং পর্বতীতে যেকোন সময় তাদের উপর হামলা করতে পারে বলে। আশঙ্কা করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.