শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণের এক বছর আড়াই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বাচ্চ ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শেরপুর সদরে ৪৮ জন এবং নকলা ১ জন রয়েছেন। সব মিলিয়ে এ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২ জন। এরআগে গতকাল বুধবার (১৬ জুন) একদিনে সর্বাচ্চ ২৮ জনের করানা শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র্যাপিড অ্যাটিজেন টেস্ট মিলিয়ে মোট ২১৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২২ দশমিক ৮৯ ভাগ।
সিভিল সার্জন এ ক এম আনওয়ারুর রউফ বলেন, ১ থেকে ১৭ জুন পর্যন্ত জেলায় ২৪১ জন করানায় আক্রান্ত হয়েছেন। তাদের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। এই সময়ে মারা গেছ তিনজন। সংক্রমণ ঊর্ধমুখীর কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১১ জুন থেকে পৌর এলাকায় বিশেষ বিধিনিষধ আরোপ করা হয়েছে। তাই করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করত হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে করোনা চিকিৎসায় স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় প্রস্তুুতি রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস সংক্রমণে শনাক্ত ১ হাজার ২ জনের মধ্যে শেরপুর সদরে ৫৯৩ জন, নকলায় ১৫৩ জন, নালিতাবাড়ীতে ১২২ জন, ঝিনাইগাতীতে ৫৮ জন ও শ্রীবরদী উপজেলায় রয়েছেন ৭৬ জন । এই সময় সুস্থ্য হয়েছেন ৭৫২ জন। আর ১৮ জনের মত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.