শেরপুরে বেপরোয়া ডাম্পট্রাকের ধাক্কায় আবু সাইদ (২৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) রাতে শহরের শরীব্রিজ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শোলচূড়া গ্রামের মো. নূর হোসেনের ছেলে । তিনি শহরের বিপ্লব-লাপা মেমোরিয়াল গার্লস স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মানবাধিকার সংগঠন আমাদের আইনের সাথেও জড়িত ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, আবু সাইদ শেরপুর সরকারি কলেজ থেক অনার্স ও মাস্টার্স শেষ করে শহরের বিপ্লব-লাপা মেমারিয়াল গার্লস স্কুলে সহকারী শিক্ষক (ইংরজি) হিসেবে যোগ দেন। শুক্রবার রাত ৯ টার দিকে আবু সাইদ কুসুমহাটি বাজার থেকে শেরপুর শহরে আসছিলেন। পথিমধ্যে শরীব্রিজ এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির একটি ড্রামট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আবু সাইদক উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.