শেরপুরে মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার। বুধবার (২ জুন) দুপুরে শহরের কলেজ মোড় এলাকায় ওই মুক্তিযোদ্ধার নিজ বাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যোদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল ওয়াদুদ ওদুর ছেলে শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক ওয়ালিদ ফেরদৌস লোটাস।
লিখিত বক্তব্যে বলন, ‘আমার বোন আয়মন বিনতে ফেরদৌস নুপুর ঝিনাইগাতী উপজেলার খাদ্য গুদামের ওসিএলএসডিতে চাকরি করেন।
গত ২৯ মে শনিবার ময়মনসিংহ থেকে প্রকাশিত ‘দৈনিক জাগ্রত বাংলা’ অনলাইন পত্রিকায় আমার বোনকে নিয়ে একটি মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। যা নীতি, নৈতিকতা, আইন-কানুন কিছুই মানা হয়নি। নিছক উদ্দশ্যপূর্ণভাব যা ইচ্ছে তাই লেখা হয়েছে। আপনাদের মাধ্যমে আমার পরিবারকে হেয় করার উদ্দশ্যে যারা এমন জঘন্য কাজ করেছে তাদের বিচার দাবি করছি। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলন।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.