বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

শেষ হলো নেত্রকোনার ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের দলীয়, স্বতন্ত্র ও অন্যান্য দলের মোট ২৬ জন প্রার্থীর মাঝে উৎসবমূখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ (১৮ ডিসেম্বর) সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার ৫টি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে তাদের পছন্দসই প্রতীক বরাদ্ধ দেয়া হয়। নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্ধ পাওয়া প্রার্থীরা হলেন :

নেত্রকোনা-১:
(দূর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন (ঈগল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম রব্বানী (লাঙ্গল) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আহমদ শফী (ছড়ি)।

নেত্রকোনা-২ :
(সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (ঈগল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোছাঃ রহিমা আক্তার আসমা সুলতানা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোটের মনোনীত প্রার্থী মোঃ ইলিয়াস (মিনার), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী এ বি এম রফিকুল হক তালুকদার (নোঙ্গর), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আজহারুল ইসলাম খান (ডাব) এবং সুব্রত চন্দ্র সরকার (ট্রাক)।

নেত্রকোনা-৩:
(আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসীম উদ্দিন ভূঁঞা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মোঃ এহ্তেশাম সারওয়ার (মিনার), তৃণমূল বিএনপি’র মনোনীত প্রার্থী মিজানুর রহমান খান (সোনালী আঁশ)।

নেত্রকোনা-৪:
(মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. লিয়াকত আলী খান (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. আল মামুন (সোনালী আঁশ), জাসদ মনোনীত প্রার্থী মো. মুশফিকুর রহমান (মশাল)।

নেত্রকোনা-৫:
(পূর্বধলা) আসনে আওয়ামীলীগমনোনীত প্রার্থী আহমদ হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক ভিসি মো. আনোয়ার হোসেন (ঈগল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদি (সোনালী আঁশ)।

প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের কর্মী-সমর্থকরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য, নেত্রকোণার ৫ আসনে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখলি করেছিলেন। তাদের মধ্যে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিল ঘোষনা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102