স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা পুলিশ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। প্রায় দেড় শতাধিক বঙ্গবন্ধুর ছবিসহ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ আলোকচিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়।
রবিবার সকালে জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহাম্মেদ এর শুভ উদ্বোধনের মাধ্যমে ৭দিন ব্যাপি আলোকচিত্র প্রর্দশন শুরু হয়। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি শাহাবুল আকন্দের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, জাহিদ ইসলাম, সদর সার্কেল অফিসার (এএসপি) সাহ্ শিবলী সাদিক, এএসপি হানিমুল হারুন, সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ পুলিশের উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রর্দশন পুর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপারসহ সকল পুলিশ সদস্যবৃন্দ।
পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, অনেকদিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এসব ছবি আমি সংগ্রহ করেছি। আজ এসব ছবি সকলের সামনে প্রদর্শন করা হলো। শুধু তাই নয় জেলায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্ণার করার কথাও জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.