নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ এর তথ্য সংগ্রহ করতে যাওয়ায় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন বাবুকে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২.৩০ মিনিটের দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন সহ নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।
জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামের মোঃ আফজাল হোসেন পিতা মৃত মহর আলী ও হাসপুকুড়িয়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান তাহাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিজ্ঞ আদালত ও থানায় মামলা চলমান।
মোঃ আফজাল হোসেন বিজ্ঞ আদালত হতে রায় পাওয়ার পরে ছয় বিঘা পরিমাণ জমিতে সরিষা রোপণ করেন, ওই জমিতে সরিষা পেকে গেলে গত ২২ -০২-২৪ ইংরেজি তারিখে হাটমুরশন গ্রামের
১।মোঃ আব্দুর রশিদ পিতা মৃত হানিফ ২।মোঃ এরশাদ পিতা মৃত হজরত আলী, ৩।মোঃ শাজাহান আলী পিতা মোঃ আহাদ আলী। তাদের কে দিয়ে জোরপূর্বক ভাবে সরিষা উঠিয়ে রশিদের বাড়িতে রেখে দিয়েছে।
সোহরাব মেম্বার ও হাসপুকুড়িয়া গ্রামের ফয়সাল এর সাথে তাহারা মোবাইল ফোনে কথা বলেই তাহারা সাংবাদিক বেল্লাল হোসেন বাবুকে মারপিট,রক্তাক্ত, জখম করেছে।
উপরোক্ত ঘটনা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার পূর্বেই সোহরাব মেম্বারের কথামতো হাসপুকুড়িয়া গ্রামে ফয়সাল ও মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে মাসুদ রানা সাংবাদিক বেল্লাল হোসেন বাবুকে নিয়ে আসে।
পরে ওই সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছেন ও মামলার প্রস্তুতি চলছে।
সিংড়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এবিষয়ে ওই সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
যে কোন মুহূর্তে মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।#