বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে একজন শ্রমিক হারানো মানিব্যাগ মালিককে ফেরত দেন। লোকটি দুবাই মিউনিসিপ্যালিটিতে কাজ করেন। দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ প্রায়ই বাসিন্দাদের ভালো কাজের জন্য তাদের সম্মান জানিয়ে থাকেন এরই দ্বারা বাহিকতায় সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখানোর জন্য জাকির হোসেনকে সন্মাননা প্রদান করে
তাদের প্রশংসা প্রকাশ করে দুবাইয়ের এক শ্রমিক তার মালিককে প্রচুর পরিমাণ টাকাসহ মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য সম্মানিত করা হয়েছে। দুবাই পৌরসভা সততার জন্য উপহার গ্রহণকারী কর্মী জাকির হুসেনের একটি ছবি পোস্ট করেছে।
দুবাই কর্তৃপক্ষ প্রায়ই বাসিন্দাদের ভালো কাজের জন্য তাদের সম্মান জানিয়ে প্রশংসা প্রকাশ করে।
সম্প্রতি, আজমান পুলিশ একজন ভারতীয় প্রবাসীকে সম্মাননা দিয়েছিল; যখন তিনি কর্তৃপক্ষের কাছে এটিএমে পাওয়া অনেক পরিমাণ নগদ অর্থ ফেরত দিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.