একজন সন্তানের মা এবং পিতা উভয়ের প্রয়োজন আছে । কিন্তু কিছু মানুষ তারা সন্তানদের কোনো দায়িত্বই পালন করতে চায় না। আজ আপনদের এমন একজন ব্যক্তির কথা বলতে যাচ্ছি যিনি বাবা হিসেবেই নয় বরং বাবা- মা হিসেবেই সমস্ত দায়িত্ব পালন করেছেন ।
বিখ্যাত (আইএএস) অফিসার অবিনাশ শরণ টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন যা মানুষের বিবেককে কিছু হলেও নারা দিয়েছে। অবিনাশ বলেন ন্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান এবং তারপর তিনি একা হয়ে যান। একা থাকার কারণে তাদের সন্তানদের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো দ্বিতীয়বার বিয়ে কারার চিন্তা দ্বারা করতেন বা বাচ্চাদের দেখাশোনা করার জন্য কাউকে রাখতেন কিন্তু তিনি তাহা করেননি
বরং ছেলেকে কোলে নিয়েই তিনি কলেজে পড়াতে যান। তিনি কলেজের ছেলে মেয়েদের ক্লাসও ভালো’ভাবে নেন এবং তিনি নিজের সন্তানকে কোলে নেওয়ার পাশাপাশি তার যত্নও রাখেন। এর কারণে কলেজের ছাত্র-ছা’ত্রীরাও তাকে খুব সম্মান করে ভালো বাসে।এই মানুষটি একজন ভালো বাবা এবং একজন ভালো শিক্ষক। অনেকেই এমন কঠিন পরিস্থিতিতে এসে হাল ছেড়ে দেন বা অন্য কোন পথ অবলম্বন করেন। কিন্তু তিনি অন্য কোন পথ অবলম্বন করেছেন না ।
তিনি বাবা হিসেবে নিজের সমস্ত দায়িত্ব পালন করার পাশাপাশি মা হিসেবেও সমস্ত দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন শিক্ষক হওয়ার দায়িত্বও খুব সুন্দরভাবে পালন করেছেন। সমাজে এরকম শিক্ষক বলেন বাবা বলেন খুবই অভাব ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.