বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

 

 

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আরিফুল্লাহ নূরী ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নুরুল আলম সিকদার পেয়েছেন ২৩ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দু শুক্কুর পেয়েছেন ২২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দিন সিকদার পেয়েছেন ১৭ ভোট, কোষাধ্যক্ষ পদে জাফরুল ইসলাম রানা ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি সায়েদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার ভোট প্রদান করেন।

 

এবারের নির্বাচনে ৫টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মাস্টার মোঃ সেলিম উদ্দিন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক সমুদ্র কন্ঠের সহ সম্পাদক সেলিম সরওয়ার চৌধুরী।

 

নির্বাচন পর্যবেক্ষক ছিলেন- দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, দৈনিক কক্সবাজার একাত্তরের সম্পাদক ও প্রকাশক বেলাল উদ্দিন বেলাল, দৈনিক সমুদ্র কন্ঠের বার্তা সম্পাদক আমিরুল ইসলাম রাশেদ, ই’টেন টিভির কক্সবাজার ব্যুরো চিফ আব্দুর রাজ্জাক, দৈনিক গণসংযোগের পরিচালনা সম্পাদক জাহেদ হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

 

এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা গেছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করলে প্রেসক্লাবের সদস্যগণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতৃবৃন্দদের করতালির মাধ্যমে বরণ করে নেন। পরবর্তীতে প্রেসক্লাবের কার্যালয়ে একে একে সকল সদস্য বৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

 

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী বলেন, সদর উপজেলা প্রেসক্লাবের এই নির্বাচন জেলাবাসীর জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে। নেতৃত্ব সৃষ্টিতে গণতান্ত্রিকভাবে নির্বাচন পরিচালনা করার সৎ সাহস ও আন্তরিকতা অনেক সংগঠনের নেই। সদর উপজেলা প্রেসক্লাব নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাকে সমুন্নত রেখে সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখছে প্রেসক্লাব।তিনি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

 

জামাল উদ্দীন – কক্সবাজার

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102