জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ ডোয়াইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়ার বিরুদ্ধে তার নির্বাচনী ওয়ার্ডের মনোহারী দোকানদার শাহীন মিয়ার দোকানের ১৩ হাজার টাকা পাওনা থাকার পরেও বাকী টাকা না দেয়াকে কেন্দ্র করে দোকান বন্ধ করে দেয়ার প্রতিবাদ করায় দোকান ও বসতঘর ভাংচুর ও লুটপাট, মাইরপিট, মাদক সেবন ও বিক্রি করা সহ নানা হুমকি ধামকি প্রদানের অভিযোগ এনে তার অপসারণ ও গ্রেফতারের দাবীতে এলাকার শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী মধ্যপাড়া গ্রামের বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেছে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী শাহিন মিয়া, তার স্ত্রী রেনু বেগম,এলাকাবাসীর পক্ষে মজিবর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ডোয়াইল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার রুবেল মিয়াকে অতিসত্বর গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে মেম্বার পদ থেকে অপসারণের দাবী জানান। অন্যথায় এলাকাবাসী কঠোর কর্মসূচী ঘোষণা দিবে বলে সমাবেশে উল্লেখ করেন।