জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদী দখল করে নিয়েছে কচুরিপানা। উপজেলার শিমলা বাজারের পশ্চিম প্রান্ত হতে বাউসী পপুলার জুট মিল এলাকার পুরাতন ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীর পুরোটা কচুরিপানা দখল করে নিয়েছে। দীর্ঘদিন যাবৎ নদী দিয়ে ভেসে আসা কচুরীপানা জড়ো হয়ে জাতীয় ফুটবল স্টেডিয়ামের মত একটা বিশাল সবুজ আকৃতির খেলার মাঠে রুপ নিয়েছে। বিশেষ করে বাউসী পুরাতন ব্রীজের নীচে এসে কচুরীপানা জড়ো হওয়ায় এলাকার মানুষ তার উপর দিয়ে পায়েহেটে পার হচ্ছে। পানির উপর স্তরে স্তরে কচুরিপানা জমা হয়ে ব্রীজের নীচ দিয়ে গ্যাস ও পানির পাইপ লাইনের উপর চাপ পড়ছে। এতে করে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছেন। অতি বৃষ্টি ও বন্যার পানি বৃদ্ধির কারণে ঝুঁকিও বেড়ে গেছে।
জানাগেছে, উপজেলার বাউসী বাজার ও শিমলা বাজারসহ বিভিন্ন হাট-বাজারে উপজেলার চরাঞ্চলের মানুষের একমাত্র নদী পথে চলাচল ও বাণিজ্যিক ভাবে মালবাহী নৌকা পরিবহন কাজ করে থাকে। কচুরিপানার স্তুপ জমার কারণে নদীপথ ব্যবহার করা সম্ভব হচ্ছেনা বলে জানাগেছে। অতিদ্রুত গ্যাস ও পানির পাইপ লাইনের দূর্ঘটনা রোধ এবং নৌপথ ব্যবহার উপযোগী করতে কচুরিপানা অপসারণ করা জরুরী বলে অনেকেই মনে করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা শাখার আইন সহায়তা কেন্দ্র( আসক) এর সভাপতি আলহাজ মো. আসাদুল্লাহ জানান, বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছি ঝিনাই নদীর উপর রেলী ব্রীজ থেকে বাউসী পুরাতন ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদী পুরোটা কচুরিপানা দখল করে নিয়েছে। যা যে কোন মুহূর্তে ক্ষতির কারণ হতে পারে। বিষয়টি পৌর মেয়রসহ স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশাকরি।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.