জামালপুরের দিগপাইত-তারাকান্দি মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইঞ্জিন চালিত ভটভটি আরোহী ১ গরু ব্যবসায়ী মৃত্যু ও ৫ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে এলাকাবাসী।
সোমবার বিকাল ৫ টার দিকে সরিষাবাড়ী উপজেলার করবাড়ী গোলাম রব্বানী ফার্মের সামনে ট্রাকের ধাক্কায় পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
মাদারগঞ্জের জাঙ্গালিয়া গ্রামের তফিজ মন্ডল ছেলে গাড়ি চালক জহুরুল ও এলাকাবাসী বলেন, মাদারগঞ্জ থেকে ৫ গরু ব্যবসায়ী গরু সহ ধনবাড়ী বাসস্ট্যান্ড গরুহাটে যাওয়ার সময় পুকুর পাড়ে ট্রাকের ধাক্কায় পুকুরে গাড়ি সহ সবাই পড়ে যায়। এতে একজনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছে।
মাদারগঞ্জ ঘুইনারতলার শিংদহ গ্রামের হোসাইন মন্ডলের ছেলে গেন্দা মন্ডল (৪৫) ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। মৃত্যুর বিষয়টি তার ভাই প্রধান শিক্ষক আবুল কালাম নিশ্চিত করেন।
আহতরা হলেন,শাহবুদ্দিন মন্ডলের ছেলে লোকমান (৪০), কলিম মন্ডলের ছেলে মাসুদ (৪০), অপু( ৩২), ওমেদ আলীর ছেলে দুলাল (৪৫) ও গাড়ি চালক জহুরুল। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান,এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।