জামালপুরের সরিষাবাড়ীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় ভার্চুয়াল জুম এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প খামারবাড়ী ঢাকা’র প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল মাজেদ।
বিষেশ অতিথি হিসেবে জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদ্প্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, ময়মনসিংহের সিনিয়র মনিটরিং অফিসার নাজমুল হাসান,উপ প্রকল্প পরিচালক কৃষিবীদ মোস্তফা কামাল, জামালপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবীদ সাইফুল আজম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহনা টিভি সরিষাবাড়ী প্রতিনিধি এ এইচ এহসান, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি মোঃ আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।কর্মশালায় কৃষক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
কর্মশালা পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রতন মিয়া ও উম্মে তামীমা।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.