জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর , মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের সহযোগিতায় প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ জুন শনিবার সরিষাবাড়ী কলেজ মাঠে এ প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৪০টি স্টল বসে। প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টল পরির্দশন শেষে প্রদর্শনীর উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ প্রদর্শনী উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য রাখেন- প্রাণী সম্পদ প্রদর্শনী উদযাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেনারী সার্জন আতিকুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন-জামালপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক।
প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন খামারিরা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.