মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর। বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী।
তিনি অসাধারণ বুদ্ধি, সাহস, মনোবল, সর্বংসহা ও দূরদর্শিতার অধিকারী ছিলেন এবং আমৃত্যু দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন বলে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ’র নেতা কর্মীরা তাদের বক্তব্যে এ সব কথা বলেন ।
সারা দেশের ন্যায় আজ রোববার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ গনি, জামালপুর জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দুস্হ, হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।