জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার রাত আনুমানিক ১০ টায় উপজেলার পোগলদিগা ইউনিয়নের বয়ড়া ঘাটপাড় এলাকায় বজ্রপাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিগা ইউনিয়নের বয়ড়া ঘাটপাড় এলাকার পাট ব্যবসায়ী আকতারুজ্জামান,আফজাল হোসেন,একাব্বর হোসেন,উজ্জল মিয়া,শাহিন মিয়া, ফরিদ মিয়া ও আফসারের পাটের গুদামে বৃষ্টির সময় বজ্রপাতের ফলে ঘরের চালের টিনে আগুন লেগে পুরো গুদামে আগুন ছড়িয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে সরিষাবাড়ী ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি ইউনিট পৌনে এগারটায় পৌছে রাত দুইটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ৭শ মণ পাটসহ দুটি গুদামঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঘর মালিক ও পাট ব্যবসায়ীরা।
এ ব্যাপারে উপজেলার পোগলদিগা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সরিষাবাড়ী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো মিজানুর রহমান বলেন, রাতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বিকট বজ্রপাত হলে পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই।