জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীর উপর নির্মিত ব্রীজের একাংশ বন্যার পানির তোড়ে ধসে যাওয়া ব্রীজ সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ব্রীজ এলাকায় সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে এক সমাবেশে কামরাবাদ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব তালেব উদ্দিন এর সভাপতিত্বে কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম,উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য শহিদুল্লাহ ও মনোয়ার হোসেনসহ গ্রামের প্রায় সহস্রাধিক ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার দেশের ব্যাপক উন্নয়ন সাধন করছেন। উন্নয়নের ধারাবাহিকতায় উপজেলার সাথে ২৩টি গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে আমাদের প্রাণের দাবী অনতিবিলম্বে ঝিনাই নদীর উপর নির্মিত শুয়াকৈর ব্রীজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আশুদৃষ্টি কামনা করেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.