“করোনা ভ্যাকসিন টিকা নিন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা রেজিস্ট্রেশন ও জন সচেতনামূলক কার্যক্রম অব্যাহত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে ৫টি বুথের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৫ জুলাই) জনসাধারণের সুবিধার জন্য বাড়ী বাড়ী গিয়ে মোবাইল অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করণ এবং ৫টি বুথের মাধ্যমে রেজিস্ট্রেশনের কপি হস্তান্তরের জন্য বুথের আয়োজন করা হয়। রেজিস্ট্রেশনের কপি গ্রহণের বুথ গুলো হচ্ছে সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, আওনা ইউনিয়ন আওয়ামীলীগের অফিস, পিংনা ইউনিয়ন আওয়ামীলীগের অফিস,ডোয়াইল ইউনিয়নের বালুচর, ভাটারা ইউনিয়ন পরিষদ মাঠ।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা রেজিস্ট্রেশনের কার্ড জনসাধারণের হাতে তুলে দেন। এ সময় পৌর মেয়র মনির উদ্দিন, বীর প্রতিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াকার হাসান বাবন, আসন্ন আওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন রাঙ্গা, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মোস্তাক, ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন দরবেশ, জামালপুর জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবু, সরিষাবাড়ী অনার্স কলেজের জিএস রাজন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রশন কার্ড বিতরণ কালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে এক হাজার মাস্ক বিতরণ করা হয়।