জামালপুরের সরিষাবাড়ীতে শুক্রবার (০৪ জুন) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া মিলন স্মৃতি পাঠাগার এলাকায় বুকল্যান্ডের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
বুকল্যান্ড জার্নাল এর সম্পাদক ফারহানা হাসান তুলি জানান, গ্রামঞ্চলের নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে বুকল্যান্ড এমন উদ্যোগ অব্যাহত রেখেছে। আমাদের লক্ষ্য গ্রামঞ্চলের নারীরা সুস্থ জীবন-যাপন করুক। সমাজে অনেক কিশোরী রয়েছে তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হন তারা। তাই এসব বিতরণ হলো। এ সময় বুকল্যান্ড লাইব্রেরি’র প্রকাশিত শিশু-কিশোর ভিত্তিক মাসিক পত্রিকা বুকল্যান্ড জার্নাল শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বুকল্যান্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম মাসুমুজামান, বুকল্যান্ড জার্নালের সম্পাদক ফারহানা হাসান তুলি,কোর্ডিনেটর হাসানাত মোবারক, মিলন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ প্রমুখ সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.