চালু হলো ই-নামজারী,টাউট দালালদের মাথায় বাড়ী.রাখব নিস্কণ্টক জমি-বাড়ী করবো সবাই ই-নামজারী এ প্রতিপাদ্যকে সামনে রেখে (৬-১০) ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২১ ইং এর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় সহকারী কমিশনার(ভূমি) অফিসের তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্ক থেকে ভূমি মালিকের নিকট থেকে ভূমি উন্নয়ন কর আদায়ের মধ্যে দিয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ।এ সময় পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামস উদ্দিন,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,সহকারী কমিশনার(ভূমি) অফিসের অফিস সহকারী সেজান মাহমুদ সোহাগ,সার্ভেয়ার সাইফুল ইসলাম,নাজির সাইদুর রহমান,কানুনগো ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে,ভূমি মন্ত্রাণালয়ের নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ-টু) প্রোগ্রাম ও ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে পৌছে দেয়ার লক্ষ্যে সকল উপজেলা ভূমি অফিসে ই-নামজারী চালু করা হয়েছে ।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.