করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা অমান্য করে পাঠদান চালু রাখার অপরাধে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার টাঙ্গাইল থেকে সরাসরি পরিচালিত শাহীন স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
আজ ১৭ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহীন স্কুলের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
শাহীন স্কুলের পরিচালক তোজাম্মেল হোসেন জানান, করোনা পরিস্থিতে সরকারী আদেশ অমান্য করে শিক্ষার্থীদের পাঠদান করানোর অপরাধে আমার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করায় আমি তা পরিধোধ করে দিয়েছি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা অমান্য করে শাহীন স্কুলে শিক্ষার্থীদের পাঠদান চালু রাখার অপরাধে আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।