জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নং মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাগুরিয়া সাজুর মোড় থেকে ধোপাদহ ফকির বাড়ি পর্যন্ত ও সাজুর মোড় থেকে রুপকথা ইট ভাটা পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত থাকায় মোটর সাইকেল চালাইয়া আসা খুবই দুরুহ ব্যাপার। এমনকি রাস্তাগুলোতে পায়ে হেটে চলাই মুশকিল।সামান্য বৃষ্টি হলে এ রাস্তায় হাটা যায়না এমনকি কেউ হঠাৎ অসুস্হ হল ও গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে নিয়ে যাওয়াও মুশকিল।
এ রাস্তায় কোন ভ্যান ও অটো রিক্সা আসতে চায়না।এরই প্রেক্ষিতে আজ১৮ জুন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সাজুর মোড় থেকে ধোপাদহ ফকির বাড়ী মসজিদ পর্যন্ত ও সাজুর মোড় থেকে রুপকথা ইট ভাটা পর্যন্ত ইটের আদলা ও রাবিশ দিয়ে সংস্কার করা হয়। এলাকা বাসীর পাশাপাশি সহযোগীতা করেছে বলাকা ব্রিকস ও যমুনা ব্রিকস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন মেম্বার, চেয়ারম্যানেরা রাস্তা ঠিক করে দেয়না। তাই আমরা নিজেরাই ঠিক করতেছি।
দেশ যুগান্তর/আরজে