জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে সাড়ে ৪ কেজি ওজনের গাঁজার গাছসহ গ্রেফতার হয়েছে এক নারী।
জানা যায়,৯ আগস্ট সোমবার রাতে সরিষাবাড়ী থানা পুলিশের অভিযানে আঞ্জুয়ারা (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। অপরদিকে স্ত্রীকে গ্রেফতারের পুর্বেই স্বামী সবদল ফকির পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ী থেকে পালিয়ে যায়।গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী পৌর এলাকার বাউশী চন্দনপুর গ্রামের সবদুল ফকিরের বাড়ীতে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালায় । অভিযানে সাড়ে ৪ কেজি ওজনের গাঁজার গাছসহ সবদুলের স্ত্রী আঞ্জুয়ারা কে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত নারীকে থানায় নিয়ে এসে এস আই আব্দুল করিম বাদী হয়ে তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার নং-০৮, তারিখ: ১০-৮-২০২১ ইং। মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল মজিদ বলেন,”সুস্থ সুন্দর জীবনের তরে,মাদক হইতে থাকি দূরে” এই স্লোগানকে সামনে রেখে জামালপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সরিষাবাড়ী থানাকে মাদকমুক্ত ও জিরো টলারেন্সে পৌছানোর লক্ষ্যে অফিসার ইনচার্জ মীর রকিবুল হক ও আমরা থানা পুলিশ সদা প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.