জামালপুরের সরিষাবাড়ীতে বাউসী - কেন্দুয়া মেইন রোড সংলগ্ন চরহাটবাড়ী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেনের বাড়ীতে ২৮ জুলাই রাতে সিসি ক্যামেরা ভেঙ্গে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও সরেজমিনে জানা যায়, চরহাটবাড়ী গ্রামের আনোয়ার হোসেন ৭ বৎসর পূর্বে বাউসী - কেন্দুয়া মেইন রোড সংলগ্ন বাড়ি তৈরী করেন।বাড়ি তৈরীর পর তিনি পরিবার পরিজন নিয়ে ঢাকায় বাস করেন। বাড়ির নিরাপত্তার স্বার্থে তিনি ৮ টি সিসি ক্যামেরা লাগান । ৮ টি সিসি ক্যামেরার মধ্যে ২ টি সিসি ক্যামেরা ভেঙ্গে ও সিসি ক্যামেরার তার কেটে ডাকাতির চেষ্টা করলে স্হানীয়রা টের পেয়ে চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে বাড়ির মালিক ঢাকা থেকে এসে সিসি ক্যামেরা ফুটেজে দেখেন চর হাটবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে রাব্বী(২৫),নজরুল ইসলামের ছেলে রুবেল( ২৩) ও খাগুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নয়ন (২১) সিসি ক্যামেরা ভেঙ্গে ডাকাতির চেষ্টা করেছিল।
এ নিয়ে ৩১ জুলাই রাত ১১ঘটিকার সময় স্হানীয় মাতাব্বর মশের মন্ডলের সভাপতিত্বে সালিশ বৈঠকে এক রফাদফা হয় বলে জানা যায়।
মুঠোফোনে কথা হলে স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নিজেও সালিশ বৈঠকে ছিলাম।বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।
এবিষয়ে কথা হলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকীবুল হক জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.