জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল সংলগ্ন রাস্তার উপর একটি বড় গাছ দীর্ঘ দিন যাবৎ হেলে পড়ে আছে। ঝুঁকি নিয়ে এই সড়কে যানবাহন চলাচল করছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে পড়লেও গাছ অপসারণের কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এলাকাবাসী জানায়, সরিষাবাড়ী কলেজের সামনের গুরুত্বপূর্ণ সড়কের উপর প্রায় এক মাস আগে ঝড়ের কারণে একটি বড় গাছ রাস্তার উপর হেলে পড়ে।
এছাড়াও গাছটি উপজেলা পরিষদের আবাসিক এলাকায় পরিত্যক্ত ভবনের উপর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হেলে পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। গাছের নিচ দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টার গুলোতে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্তমানে মোটরসাইকেল, অটোরিক্সা ও ভ্যান ছাড়া আর কোন যানবাহন চলাচল করতে পারছেনা। এই রাস্তা দিয়ে উপজেলার সরকারি বড় বড় কর্মকর্তা চলাচল করলেও উপজেলা প্রশাসন বা বন বিভাগ গাছটি অপসারণের কোন কার্যকর পদক্ষেপ নেয়নি ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা জানান, বিষয়টি আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।