সারাদেশে ক্রমাগত সাংবাদিক নির্যাতহন-হত্যা ও ডিজিটাল নিরাপত্ত্বা আইনে মামলায় হয়রানির প্রতিবাদে জামালপুরের মেলান্দহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট সকাল ১০ টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদ সভার আয়োজন করে।
ইউনিটির সভাপতি-ইত্তেফাক ও নিউ নেশনের সংবাদদাতা শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-দৈনিক সংবাদের প্রবীন সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, ইউনিটির সহসভাপতি ফজলুল করিম (খবরপত্র-নকশী বাংলা টিভি), সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন-সচেতনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মোত্তাসিম বিল্লাহ (আজকালের খবর/বিজনেজ বাংলাদেশ), সদস্য জাহিদ হাসান সোহাগ (আমাদের নতুন সময়), আলফাহাদ (দৈনিক অধিকার) প্রমুখ। বক্তারা চলমান সাংবাদিক হত্যার বিচারসহ সাংবাদিকদের বিরুদ্ধে নির্যাতনমূলক সকল মামলা দায়ের বন্ধ এবং ডিজিটাল নিরাপত্ত্বা আইন সংশোধনের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.