লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল “পাঠ্যপুস্তক উৎসব ২০২৩”।
রায়পুর উপজেলায় ১২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য প্রাথমিক বিদ্যালয় এবং সকল পর্যায়ের মাধ্যমিক ও সমমান পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসাগুলোতে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
উক্ত পাঠ্য পুস্তক উৎসব উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই মানুষের জীবনের শ্রেষ্ঠ বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী আজ সারাদেশে একযোগে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। আজকের এইদিনে আমাদের শপথ নিতে হবে আমরা নিয়মিত পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।
দেশ যুগান্তর/আরজে