সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে লুকোচুরি অনিয়মের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, নারী নেত্রী গৌরী ভট্টাচার্য, অ্যাড. বুরহান উদ্দিন দোলন, অ্যাড. এনাম আহমদ। বক্তারা বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে ভিসি লুকোচুরিসহ একের পর এক নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ বানিজ্য ও অনিয়ম করেই চলেছেন। তিনি শুরুতেই বিতর্কিত হয়েছেন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগ পরীক্ষা সুনামগঞ্জে না করে ৫শত কিলোমিটার দূরে গাজীপুরে করার পায়তাঁরা করছেন। এই বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিয়ম বর্হিভূতভাবে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগপ্রাপ্ত কে সেই মনোয়ার হোসেন, লিখিত পরীক্ষা না নিয়েই তাকে এই পদে কিভাবে নিয়োগ দেয়া হয়েছে তা জানতে চান বক্তারা। সহকারী হিসাব রক্ষন পদে নিয়োগপ্রাপ্ত মনোয়ার হোসেন হচ্ছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসাইনের আপন ছোট ভাই। নীতিমালার কোন তোয়াক্কা না করেই ভিসি মনোয়ার হোসেনকে কিভাবে এই পদে নিয়োগ দিলেন তা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং র্দূনীতি দমন কমিশন কর্তৃক সুষ্টু তদন্তের মাধ্যমেই নিয়োগ বানিজ্যসহ নিময় বর্হিভূতভাবে নিয়োগের বিষয়ে ভিসিসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এবং এই র্দূনীতির সাথে কে কে জড়িত সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে সকল র্দূনীতির বরপূত্র সকল রাগব বোয়ালরা। অন্যতায় আগামীতে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা। #
সেলিম মাহবুব,সিলেটঃ
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.