"দেশের বায়ু, দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন, " সেবায় আমরা " এই সংগঠনির পক্ষ থেকে সাপ্তাহিক বৃক্ষ রোপন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচি উদ্বোধন করেন " সেবায় আমরা " সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান ( উজ্জ্বল)।
মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, একটি গাছ প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোগ স্থাপন করে। মানব চেতনা প্রশংসার দ্বারা লালিত হয়, যেমন একটি চারা গাছ মাটি, পানি এবং সূর্য দ্বারা লালিত হয়। তাই রোপিত গাছ গুলো আগামী প্রজন্মকে উৎসাহিত করবে বৃক্ষরোপন কর্মসূচিকে।
গ্রামের প্রতিটি প্রতিষ্ঠান,মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, গ্রামের পরিত্যক্ত ভাগাড়, গোরস্থান ও রাস্তার পাশে ফলজ ও বনজ প্রজাতির বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে সূচিত হয় গ্রামের উন্নয়নের নতুন ধারা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশরাফুল আলম (আব্দুল্লাহ), আঃ রাজ্জাক, আবুতালহা হাবিবুল্লাহ, আকিল আহম্মেদ, আল-আমিন, মিরাজুল, আহসান উল্লাহ, নিয়ামুল ইসলাম সহ প্রমুখ।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.