চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সৌদি আরবেও হানা দিয়েছে। এর আগে দেশটিতে থাকা ২'শতাধিক বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। এছাড়াও প্রতিদিন আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
শুক্রনার (১১ জুন) বিকেলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন সৌদির রিয়াদে থাকা বাংলাদেশী যুবক সোহাগ (২৩)। ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজীউন।
সোহাগ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য সাগরদী গ্রামের মোল্লা বাড়ির মোঃ সিরাজ উল্লার বড় ছেলে।
জানা যায়, গত ৪-৫ দিন পূর্বে জ্বর, কাশিতে ভূগছিল সোহাগ। পতাকা না থাকায় চিকিৎসা নিতে পারেনি সে। বৃহস্পতিবার সৌদির রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করান এক সৌদিয়ান।লাইফসাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করে চলে যান।
পরিবার সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর পূর্বে পরিবারকে সূখে রাখার কথা চিন্তা করে দূর প্রবাস সৌদিতে পাড়ি জমান। কষ্টের আর সীমা নেই।
কিন্তু ভাগ্যের খন্ডন-সৌদিতে প্রবেশ করার কিছুদিন পূর্বেই অবৈধ হয়ে বাহিরে বাহিরে কাজ করে জীবন বাঁচিয়েছেন। তার সপ্ন সপ্নই থেকে গেল। করোনা তাকে বাঁচতে দিলনা।
তার এই অকাল মৃত্যুতে সাগরদী এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.