জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বন্ধ রয়েছে রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর-২০২২) এই বিরোধ মিটাতে সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সাথে বৈঠক করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ।
স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, জরাজীর্ণ ভবন হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। ভবনের এই সমস্যার কারণে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে বলে জানালেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
এদিকে রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, দ্রুত ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মোঃ হাবিবুর রহমান, বামনী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশ যুগান্তর/আরজে