এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ও অধিদপ্তরের লাইন ডিরেক্টর মিজানুর রহমান।
তাদের মধ্যে মিজানুর রহমান নিজেই বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের দুজনের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে আমি ও ডিজি মহোদয় নমুনা পরীক্ষা করাই। এরপর গত দুই দিন আগে আমাদের পজিটিভ রিপোর্ট আসে। এই মুহূর্তে আমরা দুইজনই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছি। দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করি।
এর আগে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্তত ২০ জন কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন। এরপর পরই করোনা পজিটিভ রিপোর্ট আসে এই দুইজনের।