দেশ যুগান্তর ডেস্কঃ
পৃথিবীতে কোন স্বৈরশাসক পতনের পর পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এমন কোন নজির নেই।
সুপার পাওয়ারফুল স্বৈরশাসক প্রাচীন চেঙ্গিস খান,কিং জন,অষ্টম হেনরি থেকে শুরু করে নেপোলিয়ন যুগের ষোড়ষ লুই,শাকা,মোয়াঙ্গা এবং আমাদের যুগের জু-সি,এডলফ হিটলার,রবার্ট মুগারে,ফিদেল কাস্ত্রো, রবার্ট মুগারে,গাদ্দাফি,সাদ্দাম হোসেন,হুসেইন মোহাম্মদ এরশাদ এদের সবার পতন হওয়ার পর এরা কেউই ২য়বার রাষ্ট্র পরিচালনায় অধিষ্ঠিত হতে পারেননি।
সুতরাং হালের স্বৈরশাসক শেখ হাসিনা আবারও রাজনীতিতে পুনর্বাসনিত হওয়ার ক্ষীণ সম্ভাবনাও নেই। ইতিহাস কিন্তু তাই বলে।
সুতরাং যারা এখনো শেখ হাসিনা দেশে ফিরে এসে দল ও দেশের নেতৃত্বের ভূমিকায় আসবেন এমন চিন্তায় বিনিদ্র রজনী কাটাচ্ছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন।হাসিনা এদেশের হাজার হাজার মানুষকে মেরে অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরে রাখার ভ্রষ্ট মানসিকতা আমাদের দেশের রাজনীতিকে কলঙ্কিত করেছে।
সুতরাং এই রক্ত চোষা ডাইনির বাংলার বুকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতেকরে এদেশে আর ২য় কোন স্বৈরশাসকের উত্থান না ঘটে।
মুহাম্মদ ইউনুস
রাজনৈতিক কর্মী
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2025 দেশ যুগান্তর. All rights reserved.