প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ।
বুধবার (২ আগস্ট) সকালে রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে চরপাতা এস. এইচ. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অন্জন দাশ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বায়ান্নর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। ঠিক তেমনইভাবে প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও তোমরা নেতৃত্ব দেবে।
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে অন্জন দাশ বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়। ওই সময় মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। অতএব খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করতে হবে। কেউ অবৈধভাবে মাঠ দখল করতে পারবে না।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.