বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক লাইব্রেরিকে ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষোভে ফুঁসে উঠেছে রায়পুরবাসী, বিভিন্ন সংগঠনের যৌথ বিবৃতি ইয়াকুব আলী খান এর সন্ধান চান পরিবার! লন্ডন প্রবাসী সোলাইমান বিন সিদ্দিকের অর্থায়নে বামনী ইউনিয়ন জামায়াতের কম্বল বিতরণ ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল গাজীর শীত বস্ত্র বিতরণ পাইকপাড়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন পিঠা উৎসবে উচ্ছ্বসিত সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎

হরতাল অবরোধকে কেন্দ্র করে ইচ্ছে মতো ভাড়া আদায় ।

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

 

চলছে বিএনপি জামাতের দফায় দফায় হরতাল অবরোধ কর্মসুচী, এই সুযোগে বগুড়ার ধুনটে ভাড়া নৈরাজ্য করে যাত্রীদের পকেট ফাঁকা করে যাচ্ছে বিভিন্ন যানবাহনের চালকরা। যার মধ্যে প্রথম সারির যানবাহন হিসেবে থ্রি হুইলার সিএনজিতে চলছে নৈরাজ্যের মহোৎসব। আগের তুলনায় যাত্রীদের থেকে ভাড়া নেয়া হচ্ছে ঢের বেশি। দেখার কেউ নেই বলে বেড়েই চলছে নৈরাজ্যের দৌরাত্ব।

 

সম্প্রতি উপজেলার বিভিন্ন স্ট্যান্ডে সরজমিনে দেখা যায়, আগে ধুনট হতে বগুড়ার ভাড়া ছিলো ৭০ থেকে ৮০ টাকা, বর্তমানে হরতাল অবরোধকে পুজি করে সেটা বাড়িয়ে ১০০ থেকে ১২০ টাকা নেওয়া হচ্ছে। সোনাহাটা বাজার হতে বগুড়ায় ভাড়া ছিল ৫০ টাকা, এখন সেটা বাড়িয়ে নেয়া ৮০ থেকে ১০০ টাকা, গোসাইবাড়ি হতে বগুড়ার ভাড়া ছিল ৯০ টাকা বর্তমানে হয়েছে ১২০ টাকা থেকে ১৫০ টাকা, ধুনট হতে শেরপুর আগের ভাড়া ছিল ৪০ টাকা, সেটা প্রায় দ্বিগুণ করে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা নিচ্ছে চালকগন।

 

ধুনট স্ট্যান্ডে গিয়ে প্রতিবেদকের সাথে কথা হয় রাবেয়া নামে এক স্কুল শিক্ষিকার সাথে। তিনি বলেন, আমি একজন নারী, দেশে হরতাল অবরোধ চলছে। বাস চলাচল বন্ধ থাকার কারনে কর্মের তাগিদে প্রতিদিন ধুনট হতে সিএনজিতেই বাধ্য হয়ে বগুড়ায় যেতে হয়। আমি আগেও বিশেষ কারনে মাঝে মধ্যে সিএনজিতে বগুড়ায় যাতায়াত করতাম। তখন ভাড়া দিতে হতো ৭০ টাকা কিন্তু এখন ১০০ টাকার নিচে গাড়িতেই উঠতে দেয় না। তাদের কথা গেলে যান, না গেলে বাসে যান। ভাড়া কম হবে না। শহিদুল ইসলাম নামের এক চাকুরীজিবী বলেন, প্রতিদিন সকালে ধুনট হতে বগুড়ায় কাজে যেতে হয়। আমি ছোট একটি কোম্পানিতে চাকরি করি। আমার সামান্য আয়ে চলে আমার ৪ সদস্যের পরিবার। আমি যা বেতন পাই তা দিয়ে কোন রকমে সংসার চলে। কিন্তু বর্তমানে অবরোধের কারণে সিএনজি ভাড়া বেড়ে যাওয়ায় আগামী মাসে কিভাবে সংসার চালাবে তা নিয়ে খুব চিন্তায় আছি। হাসেম রেজা নামের এক সিএনজি চালক জানান, অবরোধের কারনে যাত্রী খুব একটা হয়না। যেখানে বগুড়া ৪ বার যেতাম সেখানে ১ থেকে ২বার যেতে হয়। ভাড়া একটু বেশি না নিলে আমাদের পরিবার গুলো সমস্যায় পড়বে। মাথার উপর কিস্তির দেনা রয়েছে। কিছু করার নেই সবই সাময়িক পরিস্থিতির শিকার।#

 

ধুনট (বগুড়া)

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102