সরকারের নির্দেশনা অমান্য করে লকডাউনে যান চলাচল ও প্রতিষ্ঠান খোলার কারণে ১৩ মামলায় ৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৯ আগস্ট সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান এর নেতৃত্বে কাচারি সড়ক, বাস স্টেশন, কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হাটহাজারীতে চলমান কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় এই অর্থদণ্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে যান চলাচল ও দোকানপাট খোলা অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যানবাহন ও প্রতিষ্ঠানকে তেরোটি মামলায় ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সরকারি নির্দেশনা বাস্তবায়নের কঠোর হবে। উক্ত অভিযানে হাটহাজারী র্যাব ক্যাম্প সিপিসি২ এর সদস্যরা সহযোগিতা করেন।