,
বর্তমানের নাগরিক জীবনের অনেক ব্যস্ততার মাঝে এ ধরনের একটি অনুষ্ঠান মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটায়, সকলকে মানসিকভাবে আরও সবল করে তোলে। আশা করি আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সকলের জন্যই আনন্দের হবে এবং এই এলাকার সর্বশ্রেণির মানুষদের বিশেষ করে তরুণদের সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করে তুলবে। বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘের ১৮ বছর পূর্তি উপলক্ষ্য ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এডভোকেট সাইফুল ইসলাম সাইফ প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। ৩রা ফেব্রুয়রী বিকাল তিন টায় চবি ১নং সড়ক সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এইচ এম এরশাদের সভাপতিত্বে সহ সভাপতি মোঃ জাবেদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফরিদ মুন্সি, ইউপি সদস্য মোঃ হান্নান, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহসচিব ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ রফিক প্রমুখ। সংগঠনে আলহাজ্ব আবুল হাশেম সওদাগর বৃত্তি চালুকরার জন্য প্রস্তাব করে বলেন জীবনের অন্যান্য প্রয়োজনীয় শিক্ষার মত ক্রীড়া শিক্ষাও আজকের দিনে অনেক বেশি প্রয়োজনীয়। ভালো একজন ক্রীড়াবিদ সকলের ভালোবাসার পাত্র হয়, দেশের সম্পদে পরিণত হয়। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের মতো আয়োজন তরুণদের মধ্যে ক্রীড়ার সম্ভাবনাকে আরো জাগ্রত করবে এবং এই সমাজের অংশ হিসেবে তাদের ভবিষ্যৎ জীবনের উন্নতিতে ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় বিজয়ী হল পদ্মা রানারআপ হয় হালদা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.