আসলাম পারভেজ, হাটহাজারী
হাটহাজারীতে জাতীয় গ্রীডে ২৩০ কেবির বৈদ্যুতিক ট্রান্সফরমারে (সিটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের কয়েকটি স্থান সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম।
তিনি বলেন, ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড হয়। স্বাভাবিকভাবে বিদ্যুৎ কেন্দ্রে এ ধরণের বৈদ্যুতিক গোলোযোগ হতে পারে। এই কারণে চট্টগ্রামের কিছু কিছু এলাকায় লোডশেডিং হয়। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।
এদিকে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাঈশ দল ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্র আনেন বলে জানান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান। #