হাটহাজারীতে পানিতে ডুবে আয়াতুল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের দক্ষিন পার্শ্বে এ ঘটনা ঘটে। শিশু আয়াতুল ওই এলাকার মুন্সি মিয়া মেম্বারের বাড়ির মো. শফির ছেলে।
জানা যায়, শিশু আয়াতুলের পরিবারের সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আয়াতুল বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন । কোথাও না পেয়ে বাড়ির সামনে পুকুরে আয়াতুলকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে বেলা ১১ টায় মৃত ঘোষণা করেন।