হাটহাজারীতে উদ্ধার হওয়া সাড়ে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর বনে অবমুক্ত করা হয়েছে।
শনিবার ( ১০ জুলাই) দুপুরে উপজেলার ফতেপুর জামতলা এলাকার কৃষক শফিকুল ইসলাম কৃষি জমিতে অজগরটি দেখতে পেয়ে খবর দিলে অধ্যাপক ফরিদ হাসানের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের ছাত্ররা অজগরটি উদ্ধার করে চবির গহীন বনে অবমুক্ত করে।
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ হাসান জানান, ফতেপুর এলাকার জামতলের একটি কৃষি জমিতে সাড়ে ১২ ফুট দৈর্ঘ্যের ১২ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করে চবির গহীন বনে অবমুক্ত করা হয়েছে।