শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি ফরিদগঞ্জে দূর্নীতিবাজ ইউপি সচিব শামিমের বিচার চেয়ে বিক্ষোভ রায়পুরে অবৈধভাবে বালু উত্তলন, চারটি ড্রেজার জব্দ করে যৌথবাহিনী! ফরিদগঞ্জে চাল নিয়ে চালবাজির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলার আসামি দিদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত  তারুণ্যের আয়োজনে নাইট শর্টপিছ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভিক্টোরি, রানার্সআপ কয়াল বাড়ি একাদশ রায়পুর পৌর জামায়াতের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত রায়পুরে সাবেক যুবলীগ নেতা আটক! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন রাশেদ আমিন জামায়াতের আমীরের আগমনে ‎রায়পুরে লিফলেট বিতরণ

হাটহাজারীতে শোক দিবসে মারামারি, আওয়ামীলীগ নেতা আহত

হাটহাজারী, চট্রগ্রাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৬০৭ বার দেখা হয়েছে

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনকালে গত রবিবারদুই আওয়ামীলীগ নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

উপজেলার উত্তর মাদার্শা এলাকায় উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি, স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ প্রচার সম্পাদক ও উত্তর মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য অসিম মল্লিকের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে। মারামারির ঘটনায় চেয়ারম্যান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে থাকলেও অপর আওয়ামীলীগ নেতা গুরুতর আহত হয়ে চমেক চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সকালে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদার্শা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। তাঁরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মসজিদে যায়।

কোরআন খতম শেষে বাহিরে হঠাৎ চেয়ারম্যান ও আহত অসীমের সাথে সংঘর্ষে বাঁধে। এক পর্যায়ে চেয়ারম্যান ও তার অনুসারীরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অসীমকে মেরে রক্তাক্ত করে। এঘটনায় চেয়ারম্যান মাসুদও আহত হয় তবে অতিরিক্ত রক্তক্ষরণে অসীম মল্লিকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক রেফার করে কর্তব্যরত চিকিৎসক। তবে কি নিয়ে এ মারামারি তা নিশ্চিত করে কেউ বলতে না পারলেও ধারনা করা হচ্ছে পূর্ব শত্রতার জেরে এ ঘটনা ঘটেছে।

জানতে চাইলে অসীম মল্লিক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর উত্তর মাদার্শা চেয়ারম্যান মাসুদ আমাকে ধাক্কা দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। চেয়ারম্যান ও তার অনুসারীরা আমাকে মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, দুপুরে অসীম মল্লিক নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তার নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মাসুদ বলেন, এটা আমার বিরুদ্ধে ষঢ়যন্ত্র। অসীম শোক দিবসে নেতাকর্মীদের নিয়ে জড়োকালে হঠাৎ আমাকে এসে পেছন দিক থেকে ঘুষি মেরে আহত করে এবং আমার হাতের একটা আঙ্গুলের মাথা ভেঁঙ্গে দেয়। অসীম আমার গাড়ি চালক ছিল। আমি চেয়ারম্যান হওয়ার পর তার বিভিন্ন অপকর্মের পর তাকে চাকরী থেকে বের করে দিলে ক্ষিপ্ত হয়ে শোকের দিনে এ ঘটনা ঘটিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। তবে অসীম কিভাবে রক্তাক্ত হল এ প্রশ্নের কোন সদুত্তর দেন নি তিনি।

হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার এসআই আকরাম বলেন, এ ধরনের কোন অভিযোগ থানায় আসেনি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অফিসিয়ালি ওইরকম কিছু পাইনি। সারাদিন এমপি মহোদয়ের সাথে জাতীয় শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102