চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভিতরে আটকা পড়ে বিষাক্ত গ্যাসে মোঃ ইয়াছিন (২৭) ও মোঃ বাদশা (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরোয়ার মোরশেদ চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের চৌধুরীহাট এলাকার আচার্য পাড়ার বাসিন্দা।
জানা যায়, সেফটি ট্যাংকিতে দীর্ঘদিন জমে থাকা বিষাক্ত গ্যাস ইনহেলেশন করার ফলে দুই নির্মাণ শ্রমিক অক্সিজেন স্বল্পতার কারণে অজ্ঞান হয়ে সেফটি ট্যাংকির ভিতরে আটকা পড়ে যায় সেখানেই তাদের মৃত্যু হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, সেফটি ট্যাংকিতে দুজন নির্মাণ শ্রমিক আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। বিভিন্ন ধরনের উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে তাদের উদ্ধার করে চৌধুরীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে পরিবারের নিকট তাদের মরদেহ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, সেফটি ট্যাংকিতে আটকা পড়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেফটি ট্যাংকির বিষাক্ত গেছে আটকা পড়ে মোঃ ইয়াছিন ও মোঃ বাদশার মৃত্যু হয়েছে।