হাটহাজারী ফ্রেন্ডশীপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা সম্পন্ন হয়েছে। (১৪ আগষ্ট) শনিবার বিকাল ৪ টায় হাটহাজারী পৌর এলাকার কড়িয়ার দিঘীর পাড় ফটিকা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।
এস, এস, সুপার ষ্টোর ফুটবল দল ও প্যারেন্টস ফিলিং ষ্টেশন ফুটবল দলের মধ্যের মধ্যে তুমুল লড়ায়ে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ালে ২-১ গোলে প্যারেন্টস ফিলিং ষ্টেশন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এতে রিলায়েন্স শিপিং লিঃ এর স্বত্বাধীকারী মোঃ রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে খেলোয়াড়দের মাঝে ট্রপি বিতরন করেন হাটহাজারী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্তাপনা পরিচালক আলহাজ্ব আহম্মদ হোসেন চৌধুরী,
নিউ দুল এর স্বত্বাধিকারী মোঃ হেলাল উদ্দীনের অনবদ্য ধারা ভাষ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ত্রুীড়া সংস্তার সাধারণ সম্পাদক ও পৌর সহায়ক কমিটির সদস্য মোঃ জাফর , হাটহাজারী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো শাহ আলম , মো হোসাইন বাবুল, মোঃ ইসলাম, মোঃ আকতার হোসেন ।
আরো উপস্তিত ছিলেন সাংবাদিক আসলাম পারভেজ,সাইফুউদ্দীন শিব্লী, কামরুল হাসান রুহিন, আব্দুল হান্নান, শাহাজান সিরাজ,মোঃ আজম, এমরান হেলাল,জাহেদুল আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.