নুরুল আমিন ভূঁইয়া দুলাল, নিজস্ব প্রতিনিধি :
লক্ষীপুরের রায়পুর হায়দারগঞ্জ-খাশেরহাট বেড়ী রাস্তায় যেন মরণ ফাঁদে পরিণত হয়েছ,খানাখন্দে ভরা রাস্তাটি মানুষের দুর্ভোগ পরিণত হয়েছে প্রতিনিয়। রায়পুরে হায়দারগঞ্জ-খাশেরহাট বেড়ী রাস্তায় খানাখন্দে মানুষের দুর্ভোগ এখন চরমে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল হায়দরগঞ্জ থেকে চরবংশী খাশেরহাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পিচ ঢালা রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । পুরো রাস্তা জুড়ে খানাখন্দ আর বড় গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তাটিতে দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। এ বিষয় নিয়ে ইতিপূর্বে অনেক লেখালেখির পরও সড়ক কর্তৃপক্ষের মেরামতের কোনো উদ্যোগ নেই।
এ সড়কের ব্যাপারে স্হানীয় এলাকাবাসী জানান খানাখন্দ সৃষ্টি হওয়া ওই সড়ক মেরামত না করায় হায়দারগঞ্জ খাসের হাট সড়ক আবাবিল কাঠেরপুল হায়দরগঞ্জ এমপি বাজার নাসির মেম্বারের কাঠের পোল, আখতার মাস্টার বাড়ি, হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পথিমধ্যে বেরি রাস্তায় চলাচলেবিশাল জনগোষ্ঠী কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে। এ যেন দেখার কেউ নেই। অনুসন্ধানে জানা যায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধের রাস্তাটি কখনো ১০ বছর কখনো ৫ বছর পূর্বে মেরামত করা হয়েছিল বলে জানা যায়।খানাখন্দে ভরা রাস্তায় অধ্যবধি মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় স্থানীয়দের চরম ক্ষোভ ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
জানা যায়, এ সড়ক দিয়ে চলাচলের দিবারাত্রি যানবাহনপ্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে।
এলাকার জাকির হোসাইন খান, মোরশেদ, বাবুল, সেলিম ব্যাপারী সহ অনেকে মানবকণ্ঠ প্রতিবেদককে বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার রিকশা ইজিবাইক এম্বুলেন্স চলাচলে প্রকট সমস্যা হচ্ছে।
রাস্তাটি ভগ্নদশায় পতিত হওয়ার ফলে বাজারে কৃষিপণ্য আনা-নেওয়া ধান-চাল এবং জরুরি চিকিৎসার জন্য রোগীদের নিয়ে এলাকাবাসীর চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রাস্তায় খানাখন্দের কারণে রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কাঠেরপুল চরআবাবিল ন্যাশনাল আইডিয়াল স্কুল, চরআবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদ্রাসা থেকে পরিবহন ব্যবহার করে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বেশিরভাগেই এ সড়ক দিয়ে যাওয়া-আসা করেন। বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন চলাচলের অযােগ্য হয়ে পড়ে। অসংখ্য যাত্রী এ পথে যাতায়াত করে থাকে।
এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।হায়দরগঞ্জ-খাশেরহাট এর সাধারণ মানুষ মনে করে, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনাে নজর নেই এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.