২৮ বছর, সেই ২৮ বছর আগে সর্বশেষ শিরোপাটা উঠেছিল আর্জেন্টিনার ঘরে। এরপর থেকে বছর আসে বছর যায়, আর্জেন্টিনার ট্রফিকেস পড়ে থাকে শূন্য। সে শূন্যতা কাটানোর মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির। সেই জয়টাও আবার চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে।
এই জয় দিয়ে শুধু আর্জেন্টিনা দলের ২৮ বছরের খরাই কাটেনি, অবসান হয়েছে জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির একটি শিরোপা জয়ের আক্ষেপও।
লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। শিরোপা জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার কেউই।
রোবাবার (১১ জুলাই) রিও ডি জেনেরিওতে ২২ মিনিটের মাথায় অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করেন। রদ্রি ডি পলের কাছ থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা।
প্রথমার্ধে গোল হজমের পর আর খেলায় ফিরতে পারেনি তিতের শিষ্যরা। চেষ্টায় কমতি ছিল না নেইমারদের। আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ তাদের সব পরিকল্পনা নস্যাৎ করে দেন।
সবশেষ ১৯৮৬ দিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৯১ ও ১৯৯৩ সালের কোপা আমেরিকাও জিতেছে আলবিসেলেস্তেরা। এরপর আর নিজের জীবদ্দশায় আর্জেন্টিনার আন্তর্জাতিক শিরোপা দেখতে পারেননি দিয়েগো ম্যারাডোনা।
২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ও ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু ট্রফি নিজেদের করতে পারেননি মেসি। এবার আর ভুল করলেন না সময়ের সেরা ফুটবলার। ব্রাজিল থেকেই ট্রফি নিয়ে দেশে ফিরলো আলবিসেলেস্তেরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.